Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৬:৩১ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:৫২

পুরান পল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন।

ঢাকা: নির্বাচন যেদিনই হোক, তার আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পুরান পল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা রয়েছে। অতীতের নির্বাচন থেকেই তা প্রমাণিত। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচনপূর্ব সংস্কার অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবের পরে স্বৈরাচারের বিচার করার দায়িত্ব সরকারেরই। অপরাধী যত বড়ই হোক, বিচার আইনের মাধ্যমেই হতে হবে। আইন প্রয়োগে কঠোর রীতি-নীতি অনুসরণ করতে হবে। পতিত স্বৈরাচারদের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে তাদের প্রচারণা কার্যক্রমে বিঘ্ন ঘটানো হচ্ছে।

তারা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে গণতন্ত্র ও সহনশীলতার চর্চায় ফিরে আসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এমপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর