Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১১:০৮ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১২:৫৭

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় বইছে। এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা।”

তিনি আরও লিখেন, “এই ধরনের লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না।”

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান সতর্ক করে দিয়ে বলেন, “অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।”

দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ, নারী অধিকারকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

কুমিল্লার মুরাদনগর জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর