Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে মারধর ও স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ফখরুলের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৯:৩৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে মারধর ও স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে দুস্কৃতিকারীরা। ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুস্কৃতিকারীদের দ্বারা সংঘটিত এ ধরনের বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব। নারীর ওপর ধারাবাহিক এ ধরনের পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।’’

ভোলায় নারীকে ধর্ষণের সঙ্গে জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, সোমবার (৩০ জুন) উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুস্কৃতিকারীরা। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের কর্মীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী। মামলার বিষয়টি ভোলা জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে ধর্ষণে অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু। এ ঘটনায় তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর