Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় নুরের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৩:১৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বরিশাল: বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় আরও অন্তত ১০০ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার (৩১ মে) রাতে বরিশাল নগরীর ফকিরবাড়ি সড়কে অবস্থিত জাপার দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। জাপার অভিযোগ, ওই রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলার আগে বিকেলে নগরীতে জাপার একটি মিছিলেও হামলার অভিযোগ উঠে। ঘটনার পরপরই জাপার পক্ষ থেকে মামলা করতে কোতোয়ালি থানায় গেলে পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে জাপা কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়। বৃহস্পতিবার আদালত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার বাদী ও জাপার বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল জলিল বলেন, পুলিশ রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নেয়নি। বাধ্য হয়ে আদালতে অভিযোগ দেই। আদালত আমাদের অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে।

এ মামলায় নুরুল হক নুর ও রাশেদ খান ছাড়াও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জন নামধারী এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশনা হাতে পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করবো।

সারাবাংলা/এমপি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় পার্টি (জাপা)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর