সাতক্ষীরা: আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এ পদ্ধতিতে নির্বাচন হলে আসনে আসনে ভোট ডাকাতি বন্ধ হবে। ভোট চুরি, কালো টাকা মুক্ত হয়ে সুন্দর একটি নির্বাচন পাব। দেশের জনগণ রাজনৈতিক দলকে ভোট দেবে, যে দলের জনপ্রিয়তা যেমন, যে যত ভোট পাবে তারা সেই ভোটের ভিত্তিতে আসন পাবে— বলেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিষয়ক সচিব ও তালা কলারোয়া (সাতক্ষীরা- ১) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৪ জুলাই) সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী বাজারে জামায়েতে ইসলামী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা ক্ষমতা পেয়ে টাকা আত্মসাৎ না করে বরং জনগণের খেদমত করতে পারে এমন ধরনের লোকদের দিয়ে সরকার গঠন করতে হবে। এ দেশের জনগণের ভাবা দরকার। আগামী দিনের বাংলাদেশ আমরা কাদের হাতে তুলে দেব। এদেশে জনগণের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারি ক্ষমতা পেয়েও যারা নিজেদেরকে দুর্নীতি মুক্ত রাখতে পেরেছে।
অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ পবিত্র হজব্রত পালন শেষে দেশে আসলে তাকে তালায় এ গণ সংবর্ধনা দেওয়া হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সাবেক উপজেলা আমীর ডা. আফতাব উদ্দিনসহ আরও অনেকে।