ঢাকা: রাজধানী ঢাকায় জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমনকি মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার মানববন্ধনে বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনো প্রয়োজন নেই। আমরা জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।
এসময় অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন দেশে যখন গণহত্যা, নিপীড়ন ও নির্যাতন চলে, তখন জাতিসংঘ সেখানে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। অথচ বাংলাদেশে, যেখানে রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের বিষয়ে অগ্রগতি রয়েছে, সেখানে অনুরোধ ছাড়াই একটি মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় তারা। এই ধরনের কার্যালয়ের আড়ালে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাতে পারে।
মানববন্ধনে দেশের মানুষ স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো আপস করেনি এবং কোনো চাপ কিংবা আগ্রাসনের চেষ্টা চললে জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও জানান বক্তারা।