Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী, আমরা স্বপদে বহাল আছি’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:৫৪

রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সাম্প্রতিক সিদ্ধান্তে একাধিক সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়ার পর পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই নেতারা। তারা এই সিদ্ধান্তকে স্বৈরাচারী ও বেআইনি হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা এখনো স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে চেয়ারম্যান হন। এরশাদ সাহেব তখন গুরুতর অসুস্থ ছিলেন। সে অবস্থায় জোর করে তার কাছ থেকে সই নেওয়া হয়েছিল। একটি গণতান্ত্রিক দলের নেতৃত্বে এমন অনিয়ম চলতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি জাতীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চেয়ে বলেন, ‘আপনি (জি এম কাদের) যদি প্রকৃত নেত্রীত্বে আসতে চান, তাহলে সম্মেলনের মাধ্যমেই সিদ্ধান্ত নিন। কাউন্সিল ছাড়া নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা।

সম্প্রতি জিএম কাদের জাতীয় পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে একাধিক সিনিয়র নেতাকে অব্যাহতি দেন। এরপর থেকেই দলের ভেতরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। সবশেষে তিনি সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন।

সারাবাংলা/এফএন/এমপি

গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জাতীয় পার্টি (জাপা)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর