Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রদল কি ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়?’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১০:২৭

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনার বেসরকারি টেলিভিশনের একটি সংবাদ শেয়ার করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

সারজিস লিখেছেন, ‘ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখসারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।’

সারাবাংলা/এফএন/এমপি

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর