ঢাকা: এখন অনেকে বিএনপিকে আমলে নিতে চায় না, কিন্তু নির্বাচনই প্রমাণ করে দেবে কোন দল আসলে কতটা শক্তিশালী— জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘আমরাও মনে করি নির্বাচন অত্যন্ত জরুরি। কে কয়টা আসন পাবে, কার জামানত বাজেয়াপ্ত হবে— এসব জানা যাবে কেবল একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই। কিন্তু কিছু চতুর লোক নির্বাচন ঠেকাতে বিচারের নামে, সংস্কারের নামে নানা ফাঁদ তৈরি করছে।’
তিনি বলেন, ‘বর্তমানে কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনীতিক ভাবছেন তারাই কেবল ক্ষমতায় যাবেন। বিএনপি তো আগে একাধিকবার জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, এবারও নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ আমরা নিতে চাই।’
তিনি আরও জানান, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতায় কিছুটা আশার আলো দেখা গেছে।
‘সরকার যদি সত্যিই সংকট নিরসন চায়, তাহলে এখনই নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা করা উচিত’— বলেন দুদু।
বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি হিসেবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দমন-পীড়নের মাধ্যমে ভেবেছিল বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু বিএনপি আন্দোলনে থেকেছে এবং থাকবেও।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণ তাকে আর চায় না। তিনি নিজেই নিজের দলকে শেষ করেছেন।’
সভায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুদু বলেন, ‘যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বিএনপি তাদের চিকিৎসা ও সহায়তায় পাশে আছে।’
গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে হলে গণতন্ত্রই একমাত্র পথ। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ নির্বাচন অপরিহার্য।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীন দলের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতারা।