Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর ও খুলনার ঘটনা নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:১৬ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৩:২০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: চাঁদপুর ও খুলনায় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এই হামলাকে তিনি ‘চরমপন্থি মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ‘এ ধরনের জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই অস্থিতিশীলতার দায় তারা এড়াতে পারবে না।

সারাবাংলা/এফএন/এমপি

উদ্বেগ প্রকাশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর