ঢাকা: পুরান ঢাকার চকবাজারে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডকে ‘জাহিলিয়াতের যুগের বর্বরতাকেও হার মানানো’ উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেছে জাতীয় পার্টি।
শনিবার (১২ জুলাই) এক জরুরি বিবৃতিতে দলটির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ এই দাবি জানান।
তিনি বলেন, পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাতিকে রক্তাক্ত করেছে। দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি আবারও প্রমাণিত হলো। এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। অবিলম্বে নির্বাচনকালীন সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির মহাসচিব অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একটি চক্র এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এবং বর্তমান সরকার এই চক্রকে প্রতিহত করতে ব্যর্থ। তিনি বলেন, যখন থেকেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, তখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটেছে।
বিবৃতিতে কাজী মামুন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অতীতের মতো এবারও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশ, জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। এতে সেনাবাহিনীর সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণ অপরিহার্য।’