Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৭:০৬

ঢাকা: রাজধানীর চকবাজারে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড় ঘুরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে নেতাকর্মীরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। এ ধরনের ঘটনা জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বিজ্ঞাপন

এসময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘চকবাজারে নিরীহ ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের আইন-শৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এ ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি না হয়।’

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে অপরাধীরা এমন জঘন্য কাজ করার সাহস পাচ্ছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাই।’

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘চকবাজারের ঘটনাটি সভ্য সমাজে কল্পনাও করা যায় না। অপরাধী যে দলেরই হোক, তার একমাত্র পরিচয় সে অপরাধী। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

সমাবেশ থেকে ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সারাবাংলা/এমপি

জবি ছাত্রদল সোহাগ হত্যা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর