Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০৮:৫৩

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। ‘গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা’ এবং ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুলাই) রাতে, ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিনে সারা দেশের সব জেলা ও মহানগরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে।

এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

ছাত্রদলের ভাষ্য মতে, সরকারের সহায়তায় চলমান গুপ্ত সংগঠনসমূহ শিক্ষাঙ্গনের পরিবেশকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ছাত্রদল রাজপথে নামছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো