Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ৯ বছর পর ইসিতে যোগ হলো দাঁড়িপাল্লা প্রতীক

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৬:৩৭

‎‎ঢাকা: ‎৯ বছর পর ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যোগ করল নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে বাদ দেওয়া হয়েছে নৌকা প্রতীকটি।

‎ইসি সচিব আখতার আহমেদ সারাবাংলাকে জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। তাই নতুন করে যোগ বা বাদ দেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেওয় ইসি। একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে নামটি থেকে যায় সাইটে।

‎এরপর ২০১৩ সালের দেওয়া হাইকোর্টের দেওয়া রায়ের প্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন।

‎সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছিল, এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত আবার নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে।

‎অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগতি থাকায় সকালে ওয়েবসাইট প্রতীক হিসেবে নৌকা সরিয়ে দিয়েছি নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াতের ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর