ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কর্মসূচির ঘোষণা আসে। এতে বলা হয়, ‘গোপালগঞ্জে জুলাই আন্দোলনের নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আমরা আজ থেকেই সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছি।’
ঘোষণায় আরও বলা হয়, ‘দেশজুড়ে আমাদের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলসমূহের সঙ্গে সমন্বয় করে রাস্তায় নামতে হবে। এই ফ্যাসিস্ট হামলার জবাব জনগণই দেবে।’
উল্লেখ্য, আজ দুপুরে গোপালগঞ্জে এনসিপির এক শান্তিপূর্ণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িতে ককটেল হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
এ ঘটনার পরপরই গোপালগঞ্জ শহর জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি স্থানীয়ভাবে মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি। শহরের বিভিন্ন প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে, আন্দোলনকারীদের ব্লকেড কর্মসূচির প্রেক্ষিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।