ঢাকা: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদেরও দেখা যায়।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদেরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেডে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আজ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিপ্লবী ভাইদের ওপর হামলা করেছে, আমরা এর বিচার চাই। তাদের বিচার জোরদার করতে আমরা এখন শাহবাগ ব্লকেড করেছি।’