রাজবাড়ী: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় নেতারা রাজবাড়ী পৌঁছে।
বিকেল ৫টার দিকে শহরের বড়পুল থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। বড়পুল থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের ১নম্বর রেলগেটের শহিদ স্মৃতি চত্বরে। এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বড়পুলে জড়ো হন।

বড়পুল থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। ছবি: সারাবাংলা
এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ রাজবাড়ী জেলার এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, এনসিপির নেতারা ফরিদপুর থেকে রওনা হয়ে বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরে আসেন। সেখানে তারা দুপুরের খাবার খান।
এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।