Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের স্মরণে বিএনপির মসজিদে দোয়া ও মৌন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১০:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া এবং মৌন মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৮ জুলাই) জেলা ও মহানগরের মসজিদে-মসজিদে বিশেষ এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণঅভ্যুত্থানে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সব জেলা ও মহানগরে আয়োজন করা হবে মৌন মিছিল।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ দেশবাসীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আওয়ামী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র ও নাগরিকদের নেতৃত্বে ছড়িয়ে পড়া গণআন্দোলনে রাজধানীসহ সারাদেশে সংঘর্ষে প্রাণ হারায় বহু মানুষ। বিএনপি সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব না দিলেও তাৎপর্যপূর্ণ সমর্থন জানায় এবং পরে শহিদদের স্মরণে নানা কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকেও এই কর্মসূচি পালন করবে দলটি।

সারাবাংলা/এফএন/এমপি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দোয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিএনপি মৌন মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর