Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশে সফল করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১২:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ সমাবেশ সফল করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৮ জুলাই) সকালে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে এসে ৫৪তম বছরে পদার্পণ করেছে জাতি। এ সময়ের মধ্যে দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা, লুটপাট, বিদেশে অর্থপাচার, সাধারণ মানুষের অধিকারের অবমূল্যায়ন— এসবই বারবার দেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল বড়, কিন্তু আমরা এখনো সেই স্বপ্নের দেশ গড়ে তুলতে পারিনি। রাজনীতি এখনো একই গতানুগতিক ধারায় চলছে। নির্বাচনের সময় বড় বড় ওয়াদা দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পর গোষ্ঠীস্বার্থেই সরকারগুলো কাজ করে, সাধারণ মানুষ উপেক্ষিতই থেকে যায়।’

তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। কেউ কেউ দ্বিতীয়-তৃতীয় বাড়ি করছে বিদেশে। অথচ আমাদের একটাই বাড়ি— সেটা হলো বাংলাদেশ। এই দেশ নিয়েই আমরা বাঁচতে চাই, এই দেশের জনগণকে নিয়েই থাকতে চাই।’

শফিকুর রহমান জানান, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ কেবল জামায়াতে ইসলামীর নয়, বরং এটি একটি বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ‘এই সমাবেশ কেবল জামায়াতের কর্মসূচি ভাবলে ভুল হবে। এটি একটি বৃহৎ জাতীয় ঐক্যের প্রতিফলন, যেখানে আমরা মানবিক, ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংকল্প ব্যক্ত করবো।’

তিনি যুবসমাজ, নারী এবং শিশুদের জন্য নিরাপদ ও আস্থার একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা কখনোই জনগণকে ছেড়ে যাইনি। এটি সম্ভব হয়েছে আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার কারণে। ভবিষ্যতেও যেন আমরা জনগণের পাশে থেকে কাজ করে যেতে পারি, সেই তৌফিক আমাদের যেন দান করেন।’

সর্বশেষ, তিনি দেশের সর্বস্তরের মানুষকে ১৯ জুলাইয়ের সমাবেশ সফল করার জন্য দোয়া, সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এমপি

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর