Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি এখনো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছে: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৪:৫৪

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা এখনো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছি, সমর্থন প্রত্যাহার করিনি।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো কোনো নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেননি। কেন? এর পেছনের কারণ হলো গোপালগঞ্জে সাম্প্রতিক নৃশংসতা। জনগণের নজর অন্যদিকে ঘোরাতে চায় তারা।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা এখনো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছি, সমর্থন প্রত্যাহার করিনি। বিশ্বাস করি, গণতন্ত্র ফিরিয়ে আনবেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন।’

বিজ্ঞাপন

ফারুক আরও বলেন, ‘দেশে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের মূল হোতারা কারা, তা এখন দেশের মানুষ জানে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি ইঙ্গিত— নির্বাচন ব্যাহত করার সুপরিকল্পিত চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাহস আছে। দেশবাসী জানে, কারা এ ষড়যন্ত্রে লিপ্ত।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিও জানান।

সারাবাংলা/এফএন/এমপি

অন্তর্বর্তী সরকার বিএনপি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর