মুন্সীগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেকের সঙ্গে করতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মুন্সীগঞ্জে অনেক মহৎ মানুষের জন্ম। প্রতিবাদী মানুষদের জন্ম। ইদ্রাকপুর ও বিক্রমপুরের ইতিহাসকে ধারণ করে মুন্সীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জানি পদ্মা মেঘনার দাপটে নদী ভাঙ্গন হচ্ছে। মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোনো অবদান নাই। মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সব সদস্য প্রবাসে থাকে তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলমতকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে হবে।’
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। বরং ফ্যাসিসদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকী। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে।’
মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন এনসিপির দক্ষিণঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমানসহ আরও অনেকে।