Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববাদীর কোমর ভেঙে দিতে হবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য আহ্বায়ক সারজিস আলম। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য আহ্বায়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ থেকে মুজীববাদী শেষ হয়নি। মুজিববাদীরা গোপালগঞ্জে আস্তানা গড়েছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে মুজিববাদীর কোমর ভেঙে দিতে হবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘মুজিববাদী আবারও সক্রিয় হচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের মত পার্থক্য থাকতে পারে। কিন্তু বাংলাদেশে কোনো মুজিববাদের ও ভারতীয় আস্তানা গড়ে তুলতে দেওয়া যাবে না। এক হয়ে তাদের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। আমরা বিচার দেখতে চাই। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চাই।

এনসিপির এই নেতা বলেন, ‘২৪ এর আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে যাবো।’

সারাবাংলা/এমএইচ/এমপি

জাতীয় নাগরিক পার্টি মুজীববাদী সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর