Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের স্মরণসভায় বিএনপির শীর্ষ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৭:০৯

জুলাই শহিদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা।

ঢাকা: জুলাই শহিদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় ফর্মগেট খামারবাড়ি ‍কৃষিবিদ ইউনস্টিটিউশন মিলনায়তনে এ সভা শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এ স্মরণসভা আয়োজন করেছে।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরাসরি উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সবাই। এর একে একে শহিদ পরিবারকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্মরণ সভায় স্বাগত বক্তব্য দিয়েছেন স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ওমর শরিফ মো. ইমরান। এরপর একে একে বক্তব্য দেন আন্দোলকারী নারী শিক্ষার্থী, শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ ছাত্রদলের কেন্দ্রী নেতারা।

সারাবাংলা/এজেড/এমপি

জুলাই শহিদ তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর