Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই পদযাত্রার ২০তম দিনে রাঙামাটি ও চট্টগ্রামে কর্মসূচি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০৯:৪৪

ঢাকা: ‘স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ’ —এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার আজ ২০তম দিন। এদিন রাঙামাটি ও চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা ও পথসভা, যেখানে সাধারণ মানুষ সরাসরি অংশ নিচ্ছেন নিজেদের আশা, ক্ষোভ ও স্বপ্নের কথা জানাতে।

রোববার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাঙামাটিতে পদযাত্রার কর্মসূচি শুরু হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বনরুপা পুলিশ বক্স হয়ে বাজার এলাকায় জনসংযোগের মাধ্যমে শেষ হবে এ কর্মসূচি।

সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে শুরু হবে পদযাত্রা, যা বহদ্দারহাট থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে পৌঁছাবে বিপ্লব উদ্যানে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুই নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত হবে পথসভা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত হয় এক ঐতিহাসিক গণআন্দোলন, যা পরবর্তীতে ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। এই আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, মানবাধিকার ও জবাবদিহিতার প্রশ্নে এক নতুন অধ্যায় সূচিত করে। এনসিপি’র নেতৃত্বে আয়োজিত চলতি পদযাত্রা সেই ঐতিহাসিক আন্দোলনের মূল্যবোধ ও আদর্শকে আবারও সামনে নিয়ে আসছে।

এই কর্মসূচি ১ জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে পদযাত্রা ও পথসভা, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও কর্মীসমাজ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সারাবাংলা/এফএন/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর