Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে সন্ত্রাস-চাঁদাবাজের ঠাঁই নেই: হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:০০

জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক আদর্শ দল। এ দলের কেউ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে বিএনপিতে তাদের ঠাঁই হবে না।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার রহিমনগর এলাকায় খুলনা জেলা কৃষকদল আয়োজিত গনঅভ্যুত্থানে জাতীয় ঐক্য ও গনতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লানে জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ফলজ-বনজ এবং ঔষুধী গাছ রোপন অভিযান শুরু হয়েছে। নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই অঞ্চলে সুপেয় পানির সংকট রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দরখাস্ত করলে দ্রুত সুপেয় পানির ব্যবস্থা করা হবে। রাস্তাঘাট মেরামতের জন্য এলজিইডি বরাবর দরখাস্ত করলে দ্রুত রাস্তা ঘাট সংস্কারের ব্যবস্থা করা হবে।

হেলাল বলেন, ‘আন্দোলন করে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই। নির্বাচন বিলম্বের একটা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগকে পূর্নবাসন করার সামিল হবে। আমরা একটি প্রতিযোগীতা মূলক নির্বাচন চাই। প্রশাসনের মধ্যে সংস্কার প্রয়োজন। গোপালগঞ্জের ন্যারজনক ঘটনা ঘটেছে। সেটাগণ উত্থানের প্রতি আঘাত করা হয়েছে।যেটা বিএনপি সমর্থন করেনা। মিডফোর্ট হসপিটালে সোহাগ হত্যাকান্ডের মূল আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না।

তিনি বলেন, জামায়াতের ভুল রাজনীতির কারণে তাদের ১০ জন জাতীয় রাজনৈতিক নেতাকে তারা হারিয়েছে। বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার রক্ষা কবজ হিসেবে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা কৃষকদলের আহবায়ক মোল্যা কবীর হোসেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মো. আবু সাঈদ শেখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, আসাফুর রহমান, শফিকুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিনসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি

চাঁদাবাজ ড. ইউনূস-তারেক রহমান তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর