Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির একক সিদ্ধান্ত চায় না এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২০:০২

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৮তম দিনের সংলাপে এনসিপি।

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির একক সিদ্ধান্তকে সমর্থন করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, কমিশন গঠন প্রক্রিয়ায় সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং একটি সুনির্দিষ্ট, সাংবিধানিক কাঠামোর মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৮তম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘একটি ফ্যাসিবাদী ব্যবস্থায় অতীতে রাষ্ট্রপতিকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছিল, যা অনিশ্চয়তা ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। আজকের আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, নির্বাচন কমিশন গঠন আর একক সিদ্ধান্তে হবে না।’

বিজ্ঞাপন

আখতার জানান, একটি ৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি। এই কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে এবং রাষ্ট্রপতি সেই নাম অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য থাকবেন।

তিনি আরও বলেন, ‘আগে কমিশনারদের জবাবদিহিতার কোনো আইনি কাঠামো ছিল না। আজকের বৈঠকে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের বিষয়ে ঐকমত্য হয়েছে।’

সংবিধানে নিয়োগ বিধি যুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু আইন করলেই হবে না, কারণ আইন সহজেই বাতিল বা পরিবর্তনযোগ্য। তাই আমাদের প্রস্তাব, এই কাঠামোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার একতরফাভাবে নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করতে না পারে।’

আখতার হোসেন জানান, প্রথমে ৯ সদস্যের একটি ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব ছিল, তবে সেটি বাদ দিয়ে এখন ‘নিয়োগ কমিটি’ ভিত্তিক প্রস্তাবনায় আলোচনা এগোচ্ছে।

সংলাপের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব, যদি রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারে অটল থাকে। তবে যদি সংস্কারকে পাশ কাটিয়ে সনদ চূড়ান্ত করতে চায়, এনসিপি তা পুনর্বিবেচনা করবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এখনো জনপ্রশাসন, পুলিশ ও স্থানীয় সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ এই তিনটি অঙ্গ ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না। আমরা আজ প্রস্তাব দিয়েছি যাতে এই বিষয়গুলো আলোচনার এজেন্ডায় আনা হয়।’

সারাবাংলা/এফএন/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর