Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি: আহতদের জন্য চিকিৎসা সামগ্রী দিল ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৫:৩৫

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা: মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার কাছ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এ সময় নাসির উদ্দিন নাসির বলেন, ‘জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের পাশে দাড়াচ্ছে ছাত্রদল। দুর্ঘটনার পরেই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি এ্যাম্বুলেন্স সরাসরি মাইলস্টোন কলেজ থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। হেল্প ডেস্কের মাধ্যমে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে। ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা দিতে এসেছি আমরা।’

বিজ্ঞাপন

ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল বলেন, ‘মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের দয়া করে কেউ রোগী বলবেন না। ওনারা আমাদের ভাই-বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি

চিকিৎসা সামগ্রী ছাত্রদল মাইলস্টোন ট্রাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর