ঢাকা: স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ— এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ ২৫তম দিন। এদিন সুনামগঞ্জ ও সিলেট জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সুনামগঞ্জে কর্মসূচির সূচনা হবে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে, সদর মডেল মসজিদে। নামাজ শেষে মসজিদের সামনেই শুরু হবে পদযাত্রা, যা শেষ হবে ট্রাফিক পয়েন্টে এক পথসভা আয়োজনের মাধ্যমে।
সিলেট জেলার কর্মসূচির বিস্তারিত সময় ও স্থান পরে জানানো হবে বলে এনসিপি সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত এক ঐতিহাসিক গণআন্দোলন বাংলাদেশে রাজনৈতিক জবাবদিহি, মানবাধিকার ও অংশগ্রহণমূলক শাসনের নতুন অধ্যায় সূচনা করে। ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিত সেই আন্দোলনের মূল্যবোধ ও আদর্শকে সামনে রেখে এনসিপি এ বছর আয়োজন করেছে মাসব্যাপী পদযাত্রার।
এই কর্মসূচি শুরু হয় ১ জুলাই শহিদ ছাত্রনেতা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। সারাদেশজুড়ে প্রতিদিনের পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক কর্মীরা।
এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, ‘এই পদযাত্রা শুধু স্মৃতিচারণ নয়, এটি জনগণের সঙ্গে সরাসরি সংলাপের একটি সুযোগ, যেখানে মানুষ তাদের আশা, ক্ষোভ ও স্বপ্নের কথা বলতে পারছে।’