Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মা হিসেবে আপনি স্বার্থক’, শিক্ষিকা মাহেরিনকে স্মরণে জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১০:০৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মাইলস্টোনের প্রয়াত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেছেন, ‘মা হিসেবে আপনি স্বার্থক।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা লেখেন।

তিনি বলেন, ‘আপনি একজন আদর্শ শিক্ষিকা এবং একজন আদর্শ মা। আপনি আপনার শিক্ষার্থীদের জন্য যে ভালোবাসা, যত্ন ও দায়িত্ব পালন করেছেন, তা একজন আদর্শ মায়েরই প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, ‘এমন মা আল্লাহ তা’য়ালা এই জাতিকে আরও বেশি করে দান করুন। আল্লাহ তা’য়ালা আপনাকে ক্ষমা করুন, আপনার প্রতি রহম করুন এবং আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’

বিজ্ঞাপন

উল্লেখ, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ওই সময় স্কুলের শিশু শিক্ষার্থীদের হাত ধরে গেট পার করানো ছিল মাহরিন চৌধুরীর (৪২) নিত্যদিনের দায়িত্ব। আগুনের ভয়াবহতা বেড়ে গেলেও তিনি নিজে বেরিয়ে আসার আগে যতজন শিক্ষার্থীকে সম্ভব, তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যান। এ সময় তার শরীর আগুনে দগ্ধ হয়। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সারাবাংলা/এফএন/এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইলস্টোন ট্রাজেডি শফিকুর রহমান শিক্ষিকা মাহেরিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর