ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আয়োজন করছে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ— ‘জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রতিবন্ধী নাগরিকের অংশগ্রহণ’।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারের ১৫তলায় অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন পার্টির কেন্দ্রীয় নেতারা, জুলাই গণঅভ্যুত্থনে আহত ও প্রতিবন্ধিতাবরণকারী নাগরিকরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী সংগঠকরা।
জাতীয় নাগরিক পার্টির প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক উইং-এর আয়োজনে এ সমাবেশের লক্ষ্য হলো— দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অঙ্গনে সচেতনভাবে যুক্ত করা এবং তাদের সুসংগঠিত করে রাজনৈতিক ক্ষমতায়নের পথ তৈরি করা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ঐক্য ও সাম্যবাদী ভাবনার আলোকে নতুন এক রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে দেশ। সেই বাস্তবতায় প্রতিবন্ধী নাগরিকদের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সমাবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অধিকারের বিষয়গুলো যেমন গুরুত্ব পাবে, তেমনি তাদের বাস্তব অভিজ্ঞতা ও সংগ্রামের কণ্ঠও তুলে ধরা হবে।
সংগঠক, জাতীয় নাগরিক পার্টি-এর প্রতিবন্ধী বিষয়ক উইং, বলেন ‘এই সমাবেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কেবল রাজনৈতিক অংশগ্রহণ নয়, আত্মপরিচয়ের ক্ষেত্রেও একটি মাইলফলক হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।’