Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সংশোধিত কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১১:৫৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২৪ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচি তুলে ধরা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এই কর্মসূচি অনুযায়ী, মাসব্যাপী নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থানে সভা, পদযাত্রা, আলোচনা ও বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংশোধিত কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ দিক নিম্নরূপ:

জুলাই মাসের কর্মসূচি:
২৭ জুলাই: বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ (১০টি বিভাগে)
➤ আয়োজক: জেলা/মহানগর বিএনপি

বিজ্ঞাপন

২৮ জুলাই: ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে বন্যার্তদের সহায়তা
➤ আয়োজক: ত্রাণ ও পুনর্বাসন দপ্তর

২৯ জুলাই: ঢাকা-আরিচা মহাসড়কে গণপদযাত্রা
➤ গাবতলী-সাভার-জিরানী পর্যন্ত
➤ আয়োজক: ঢাকা মহানগর উত্তর বিএনপি, আশুলিয়া থানা বিএনপি, সাভার উপজেলা বিএনপি

৩০ জুলাই: “গুমের জুলাই” উপলক্ষে সভা ও পদযাত্রা
➤ স্থান: গাবতলী, সাভার
➤ আয়োজক: ঢাকা মহানগর উত্তর বিএনপি

৩১ জুলাই: ছাত্রসমাবেশ এবং বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে আলোচনা সভা
➤ স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
➤ আয়োজক: জাতীয়তাবাদী ছাত্রদল ও যৌথ উদ্যোগ

আগস্ট মাসের কর্মসূচি:
১ আগস্ট: গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে শহীদ স্মরণ ও দোয়া মাহফিল
➤ আয়োজক: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি

২ আগস্ট: আন্তর্জাতিক কর্মসূচি ও আলোচনা সভা
➤ স্থান: আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা
➤ আয়োজক: বিএনপি আন্তর্জাতিক বিষয়ক দপ্তর

৩ আগস্ট: “ঘরে ঘরে সমাবেশ”
➤ স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
➤ আয়োজক: যুবদল

৪ আগস্ট: “নির্যাতনবিরোধী আলাপ”
➤ স্থান: রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে
➤ আয়োজক: স্বেচ্ছাসেবক দল

৫ আগস্ট: বিজয় মিছিল
➤ স্থান: সারাদেশের উপজেলা ইউনিট
➤ আয়োজক: জেলা বিএনপি ও অঙ্গসংগঠন

৬ আগস্ট: “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪”-এর বিজয় মিছিল
➤ স্থান: ঢাকা মহানগরের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট
➤ আয়োজক: কেন্দ্রীয় বিএনপি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর