Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগে ঘুষ দিতে হতো ১ লাখ, এখন ৫ লাখ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:৩৩

সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’বই- এর প্রকাশনা উৎসবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ী এক লাখ টাকা ঘুষ দিতেন এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (২৬ জুলাই) সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’বই- এর প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। তবে সে জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এ জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

সারাবাংলা/এজেড/এমপি

ঘুষ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর