সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।
রোববার (২৭ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৫ জুলাই শ্যামনগর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলে তাদের আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবর, হায়বদপুর গ্রামের বিএনপি কর্মী বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপি’র সার্চ কমিটির সদস্য মফিজুল মফিজুর রহমান মফু, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, শ্যামনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বর্তমান ৮ নম্বর ওয়ার্ড) যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য মফিজুর রহমান, আলামিন খাঁ, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক লিয়াকত আলীর জামাতা বিএনপি কর্মী সাদিকুল ইসলাম তোহা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, বিএনপি কর্মী তুহিন, ফরিদ ও মফিজুর রহমান।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, ‘১৩ জনকে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তির পর তাদের জবাব দলীয় শৃঙ্খলাভঙ্গের পরিপন্থি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিকেলে শ্যামনগরের নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ওয়ার্ড কাউন্সিল চলাকালে কাউন্সিলর তালিকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে সংঘর্ষ বাধে। এতে আহত হন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, কর্মী সাহাদাৎ মিঠু, আশরাফ বাবু, সাদিকুল ইসলাম তোহা, নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা আশিক হোসেন।