Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভাঙায় বিএনপি থেকে আরও ৮ জন বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৩:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভাঙায় এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করায় আরও আট জনকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বহিষ্কৃতরা হলেন— ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান।

বিবৃতিতে বলা হয়- বহিষ্কৃত নেতারা বিচিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ড্যাব) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ কোনো পর্যায়ের পদে থাকতে পারবেন না। উল্লিখিত চিকিৎসকবৃন্দকে কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেইসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

বহিষ্কার বিএনপি রুহুল কবির রিজভী শৃঙ্খলা ভাঙা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর