Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন দেরি হলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হবে: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ০৯:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন যত দেরি হবে ততো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার তারেক রহমানকে জবান দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদদের স্মরণে শহরের পাঁচরাস্তা এলাকায় সিরাজগঞ্জ জেনা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘একটি নতুন রাজনৈতিক দল আছে, যারা নিজেরা কি বলে নিজেরাই বোঝে না। আর এদেশে আর একটি দল আছে যারা সবসময় জনগনের বিপক্ষে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে একবার এদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা চায়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটা দেশের স্বাধীনতা একবারই হয়। যে স্বাধীনতা আমাদের একটা দেশ দিয়েছে। আর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পাওয়া যায়নি বরং দেশকে রাহু মুক্ত করা হয়েছে। এ সময় তিনি আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে বলেন, পিআর কি এদেশের মানুষ তা বোঝে না। ভোট দিবে একজনকে আর নেতা হবে মালদ্বীপ থেকে এমন পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না।’

এ সময় তিনি আরও বলেন, ‘এদেশে হিন্দুরা যদি নির্যাতিত হয় তাহলে আ.লীগের আমলেই হয়েছে। হিন্দুদের অত্যাচার আ.লীগ করে, বিএনপি না। এই সিরাজগঞ্জের হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি আ.লীগই দখল করেছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমিরুল ইসলাম খান আলীমসহ জেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

অন্তর্বর্তী সরকার ইকবাল হাসান মাহমুদ টুকু তারেক রহমান নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর