ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শারীরিক কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তিনি শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন—সুষ্ঠু চিকিৎসার স্বার্থে তারা যেন আজ থেকে বাকি সময়টা হাসপাতালে এসে সাক্ষাৎ না করে বরং তার সুস্থতার জন্য দোয়া করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘সুষ্ঠু চিকিৎসার স্বার্থে, আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রিয়জনকে সুস্থ রাখুন। আমিন।’
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বাইপাস সার্জারি আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ২৯ জুলাই তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ আগস্ট তিনি এই সার্জারি সম্পন্ন করবেন।