Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে পোস্ট দিয়ে শরীয়তপুরে এনসিপির ২ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৬:০০

ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করা এনসিপির দুই নেতা অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও মো. পলাশ খান।

শরীয়তপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য মো. পলাশ খান পদত্যাগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) তারা নিজস্ব ফেসবুক পেজে এ পদত্যাগের ঘোষণা দেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তার ফেসবুকে লেখেন ব্যক্তিগত কারণে এনসিপির সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। একইভাবে মো. পলাশ খানও লিখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি (পদত্যাগ) নিলাম।

এ ব্যাপারে এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তবে সদস্য মো. পলাশ খান বলেন, এনসিপি আসলে আমার একটি আবেগের জায়গা। তবে এই সমন্বয় কমিটি কোনো আলোচনা পরামর্শ ছাড়া দুএকজনের ইচ্ছামত করা হয়েছে তাই সেই আপত্তি থেকে এই কমিটি থেকে আমার অব্যহতি নেওয়া। আশা করি ভবিষ্যতে শরীয়তপুরের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা আলোচনা-পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। রাজনীতির নতুন বন্দোবস্তের বাস্তবায়ন দেখতে চাই এনসিপির মাধ্যমে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। তবে আমাদের কাছে এখনো কোনো পদত্যাগ পত্র জমা দেয়নি।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো