Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৬:৫৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যস্ত রাজধানীর কর্মদিবসে শাহবাগ মোড়ে সমাবেশ ডেকে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহিদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ৩ আগস্টে শহিদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করে।

বিজ্ঞাপন

‘শহিদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিলাম। এই দিনে শহিদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম বৈধ দাবিদার। কিন্তু, পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহিদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি’- বলা হয় ছাত্রদলের বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আগামীকালের যেকোন ধনের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকব।

সারাবাংলা/এজেড/এমপি