ঢাকা: জাপানের কোবে সিটিতে ‘জুলাই ও নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) কানসাই ওসাকা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাপানপ্রবাসী এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির এশিয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি মো. যুবাইর আহমেদ সরদার।
আলোচনা শুরু হয় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর বক্তারা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন।
আয়োজক কমিটির পক্ষে জাপান এনসিপি’র সংগঠক সৌরভ সরকার বলেন, ‘জাপানে এনসিপিকে আরও সংগঠিত করতে হবে। যাতে কেউ আর ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হতে না পারে, সেজন্য রাজনৈতিক সচেতনতা জরুরি।’
আরেক সংগঠক মো. মিরাজ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।’
সভায় কানসাই অঞ্চলের বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ অংশ নেন। তারা সবাই প্রবাস থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।