ঢাকা: মাইলস্টোন স্কুলে বিমাব দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২ আগস্ট) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের রয়েল পার্ক হাউসে মেহেরীন চৌধুরীর বাসায় যান তিনি।
মির্জা আব্বাস মেহেরীন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, কুশলাদী জিজ্ঞেস করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। নিহত মেহেরীন চৌধুরীর পরিবারের সদস্যরা মির্জা আব্বাসের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় ৩৬ জন নিহত হন। আহত হয়েছেন দেড় শতাধিক।
ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল এবং হাসপাতালগুলোতে ছুটে যান। আহতদের প্রয়োজনীয় সেবার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। পরবর্তী সময় দলের মহাসচিসহ শীর্ষ নেতারা নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় যাচ্ছেন।