Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির সমাবেশ শুরু, মঞ্চে নেতারা

ঢাবি করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৬:০৬

সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন নেতারা। ছবি: সারাবাংলা

ঢাকা: এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশের মঞ্চে উঠতে শুরু করেছেন কেন্দ্রীয় কমিটির নেতারা।রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা যায়, দলটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা মঞ্চে উপস্থিত হয়েছেন। তবে শীর্ষ পদের নেতারা এখনো মঞ্চে উপস্থিত হননি।

সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ন আহ্বায়ক অনিক রায়, যুগ্ন সদস্য সচিব লুৎফুর রহমানসহ আরও অনেকে।

শহিদ মিনারের মূল বেদিতে নির্মিত হয়েছে মঞ্চ। বসানো হয়েছে সাউন্ড সিস্টেম ও ছয়টি বড় ডিজিটাল পর্দা। নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০৫টি সিসিটিভি ক্যামেরা। আগতদের জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী মোবাইল টয়লেটও।

বিজ্ঞাপন

২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তি হিসেবে এইদিনে সমাবেশ করার পেছনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এনসিপির নেতারা বলছেন, এক বছর আগের এই দিনে শহিদ মিনার এলাকায় স্বতঃস্ফূর্ত গণআন্দোলনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল ক্ষমতাবিরোধী ছাত্র ও নাগরিক আন্দোলন, যা পরবর্তীতে এনসিপিতে রূপ নেয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) ও হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) আজকের সমাবেশে দলটির নির্বাচনী ইশতেহারসদৃশ ‘নতুন বাংলাদেশ রূপরেখা’ প্রকাশ করবেন।

জানা গেছে, এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক নীতি, প্রযুক্তি, দুর্নীতি দমন এবং রাষ্ট্রীয় কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত পরিকল্পনা থাকছে। একে ‘জুলাই অভ্যুত্থান’ পরবর্তী সময়ের প্রথম পূর্ণাঙ্গ রাজনৈতিক রোডম্যাপ হিসেবে উল্লেখ করছেন তারা।

এড়াছা এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য হলো ‘জুলাই সনদ’ চূড়ান্তকরণে সরকারের প্রতি চাপ সৃষ্টি করা।

এনসিপির নেতারা বলছেন, আগামী ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি সনদকে সাংবিধানিক ও আইনি স্বীকৃতি না দেয়, তাহলে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

শহিদ মিনারের আজকের সমাবেশটি এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তি। গত এক মাসে ৫৯টি জেলায় ঘুরে দলটি জনগণের প্রত্যাশা ও সমর্থন সংগ্রহ করেন।

সারাবাংলা/কেকে/এমপি