ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঘোষণা দিয়েছেন, তিনি জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন না।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।
হান্নান মাসউদ অভিযোগ করেন, ‘জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি হিসেবে স্বীকৃত ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। অথচ এই আন্দোলনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। শহিদ পরিবারগুলোকেও উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আমার সহযোদ্ধারা, যারা মৃত্যুকে তুচ্ছ করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যদি তাদের ও শহিদ পরিবারগুলোর সম্মান না দেওয়া হয়— তবে আমি এই প্রোগ্রাম বর্জন করছি।’
পোস্টের শেষে তিনি ‘#Loud_And_Clear’ হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দেন।