Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৩:২৯

ঢাকা: জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনটির দফতর সম্পাদক শাহাদাত হোসেনের সই করা এই বিবৃতিতে বলা হয়, ‘৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই দিনে সহস্রাধিক শহিদ ও আহতদের আত্মত্যাগে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয় বাংলাদেশ। এ বিজয়ের বর্ষপূর্তিতে আমরা অভ্যুত্থানপন্থি সব ছাত্র-জনতাকে অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলা হয়, ‘সাহসী ছাত্র-তরুণ, শ্রমিক, শিক্ষক, শিল্পী, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের রক্ত ও আত্মত্যাগেই এসেছে নতুন বাংলাদেশ। একই সঙ্গে আহতদের কৃতজ্ঞতা জানাই, যারা মাতৃভূমির মুক্তিতে হারিয়েছেন অঙ্গ-প্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি।’

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, এই অভ্যুত্থান কেবল একটি সরকারের পতন নয়, বরং তা ছিল একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা। তবে এক বছর পরেও জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

তারা অভিযোগ করে, ‘রাষ্ট্রযন্ত্রে এখনো বহাল রয়েছে বহু ফ্যাসিবাদী উপাদান, যা শহিদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল।’

বিবৃতিতে বলা হয়, ‘‘ফ্যাসিবাদী উপাদানসমূহকে মূলোৎপাটন না করলে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ’ বাস্তবায়ন অসম্ভব। সব ছাত্র-জনতাকে অভ্যুত্থানোত্তর কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে।”

তবে বিবৃতিতে আশাবাদও প্রকাশ করে বলা হয়েছে, “বিচার ও কাঠামোগত পরিবর্তন এখনও পুরোপুরি দৃশ্যমান না হলেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত সংস্কারের কিছুটা অগ্রগতি হয়েছে। আজ বহুল প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ হতে যাচ্ছে, যা নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”

বিবৃতির শেষাংশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থি ছাত্র-জনতা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহকে অভিনন্দন জানিয়ে ‘ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করার আহ্বান জানায়।

সারাবাংলা/এফএন/এমপি