Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বিজয় র‌্যালি: নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতা-কর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৩:০৮

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিজয় র‌্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ বিজয় র‌্যালি করছে বিএনপি। সব জেলা ও মহানগরেও বিজয়র‌্যালি করছে দলটি।

র‌্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকাজেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা অংশ নেবেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতা-কর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার কথা রয়েছে আজকের এই বিজয় র‌্যালিতে।

বিজ্ঞাপন

দুপুর ১২টায় নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা যায়- নয়াপল্টন, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, ফকিরেরপুল মোড়, বিজয়নগর মোড়, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে ছোট ছোট মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসছে। এসব মিছিলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটের ব্যানার, টি-শার্ট, হেডার, ক্যাপ, ব্যাজ, হ্যান্ডব্যাজ ধারণ করেছেন।

এদিকে, সম্ভব্য পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ নয়াপল্টন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সারাবাংলা/এজেড/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর