Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্রে এনসিপিকে প্রাধান্য দেওয়া হয়েছে: নুরুল হক নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৬:১৮

‘জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া’ সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা: জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের মূল প্রেক্ষাপট উপেক্ষিত এবং একটি বিশেষ রাজনৈতিক দলের একচেটিয়া প্রাধান্য রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, পুরোপুরি সন্তুষ্ট নই এমন অবস্থায় অর্ধেক সন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া’ সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন নুর।

নুর বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার আমাদের সবার সরকার। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকার আমাদের ধারণ করেনি, শুধু ধারণ করেছে এনসিপিকে। সমস্ত কর্মকাণ্ডে এনসিপির একটা প্রাধান্য দেখা যাচ্ছে— যেটা একপেশে দৃষ্টিভঙ্গি।’

বিজ্ঞাপন

নুর বলেন, ‘এই ঐতিহাসিক ঘোষণাপত্রে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ নেই, অথচ সেটিই ছিল পুরো গণঅভ্যুত্থানের জিস্ট। ওই আন্দোলন থেকেই নিরাপদ সড়ক আন্দোলনের সূত্রপাত এবং পরবর্তীতে ছাত্র-যুবকদের সংগঠিত করে গণঅধিকার পরিষদ গঠন করা হয়।’

তিনি বলেন, ‘আমরা আশা করিনি যে এমন একটি বিকৃত ইতিহাস ঘোষণাপত্রে উপস্থাপিত হবে।’

ঘোষণাপত্রে দুর্নীতিবিরোধী ও কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলা হলেও, প্রকৃতপক্ষে তা ছিল ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে— এমনটাই দাবি করেন তিনি। “ব্যানারে পরিষ্কার লেখা ছিল— ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল চাই। উচ্চ শিক্ষিত, জ্ঞানী-গুণী লোকেরা এই ধরনের মিথ্যা ইতিহাস উপস্থাপন করবেন— এটা জাতি প্রত্যাশা করেনি।”

নুর প্রশ্ন তোলেন, ‘যদি পরবর্তী নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেয় কোন সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তাহলে এখন এই জাতীয় ঐকমত্য কমিশন আর জুলাই ঘোষণাপত্রের মতো তামাশার কী দরকার ছিল?’

তিনি বলেন, ‘‘আমরা দুই মাস পরিবার বাদ দিয়ে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বৈঠকে বসেছি। কিন্তু ঘোষণাপত্রে আমাদের প্রস্তাবিত ‘জুলাই সনদের’ কোনো উল্লেখ নেই।”

তিনি আক্ষেপ করে বলেন, “ঘোষণাপত্রে যদি অন্তত লেখা থাকত— ‘জনআকাঙ্ক্ষার ভিত্তিতে একটি জুলাই সনদ রচিত হবে’, তাহলে সেটির একটি আইনি ভিত্তি থাকত। এখনো সময় আছে, আলোচনার মাধ্যমে ঘোষণাপত্রে সংশোধনী আনা দরকার।”

৭১-এর মুক্তিযুদ্ধ বা ৪৭-এর আন্দোলনের উদ্ধৃতি ঘোষণাপত্রে অনাবশ্যকভাবে সংযোজন করা হয়েছে বলেও মত দেন নুর।

তিনি বলেন, “গণঅভ্যুত্থান হয়েছে গত ১৬ বছরের ফ্যাসিবাদের কারণে, যেখানে তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন— এসব ছিল ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রকৃত প্রতিক্রিয়া।”

তিনি বলেন, “আমরা হঠাৎ নেতা হয়ে উঠিনি। আমাদের এই সাত-আট বছরের ধারাবাহিক আন্দোলন, রাজপথে রক্ত-ঘামের বিনিময়ে আজকের অবস্থান তৈরি হয়েছে। আর এই ইতিহাস বিকৃতি জাতির সঙ্গে প্রতারণার শামিল।”

সারাবাংলা/এফএন/এমপি

গণঅভ্যুত্থান জুলাই ঘোষণাপত্র নুরুল হক নুর

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর