Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নিন্দা, দ্রুত বিচারের দাবি জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ০৮:৪৪

ঢাকা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

৭ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে এ বিষয়ে এক বিবৃতি দেন।

তিনি বলেন, ‘গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ নির্মম হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তুহিন সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল ছিলেন। তিনি হত্যার দিন বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি ফেসবুক লাইভ করেন। ঐদিন রাতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। এটি প্রমাণ করে দেশে আইনের শাসনের চরম অবক্ষয় ঘটেছে। যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

পরওয়ার আরও বলেন, ‘চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং চাঁদা না পেয়ে মানুষকেও হত্যা করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। এ পরিস্থিতিতে চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, গাজীপুরে দায়িত্ব পালনকারী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। তিনি প্রতিদিনের কাগজের স্থানীয় প্রতিনিধি ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলাম সাংবাদিক তুহিন হত্যা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর