Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি পক্ষ দিল্লি-কলকাতায় বসে দেশের সঙ্গে মিরজাফরী করছে: ফুয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৭:০৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৮:১৫

কেআইবির অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা: একটি পক্ষ দিল্লিতে বসেও দেশের সঙ্গে মিরজাফরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন।

গণঅভ্যুত্থানে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণের কথা উল্লেখ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিএনপি, এবি পার্টি, জামায়াত, চরমনাই— সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থানের স্বাধীনতা জয় করেছে। কিন্তু একটি পক্ষ দিল্লি ও কলকাতায় বসে দেশ বিক্রি করতে কিছু মিরজাফর রেখে গেছে। তারা আমাদের মধ্যে ঢুকে সমন্বয়কদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমরা এইসব শকুনদের চোখ উপড়ে ফেলব। এই যুব সমাজ অন্যায়-অবিচার মেনে নেবে না, যেখানে অন্যায় সেখানেই যুবরা প্রতিহত করবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত এ সম্মেলনে তিনি বলেন, ‘২৪ এ যারা লড়াই করেছে, তদের ছিল দেশের জন্য অনেক স্বপ্ন। ২৫-এ এসে তারা কাজ করে যাচ্ছে তাদের স্বপ্ন পূরণে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দিনে দিনে চেতনার নামে আজাদি বিক্রি করা হচ্ছে, আমার দেশ ও স্বার্থ বিক্রি করা হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে প্রশাসনেরও সংশ্লিষ্টতা রয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমাদের দেখতে হবে রাষ্ট্র গঠন কেমন হবে। রাষ্ট্র সবসময় শত্রু সাপেক্ষে তৈরি হয় এবং স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষায় এ বিষয়টি মাথায় রাখতে হবে।’

সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের যুবনেতারা অংশ নেন। বক্তারা বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সারাবাংলা/এফএন/এমপি

আন্তর্জাতিক যুব দিবস আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ