Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৮:১৪

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।

ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল এসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল আহসান মারজান, মুহাম্মাদ রাজন শিকদার।

বিজ্ঞাপন

বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় করায় ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সারাবাংলা/এজেড/এমপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার মার্কিন দূতাবাস বৈঠক মাওলানা ইউনুছ আহমাদ