Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ১৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৫০

ঢাাবর চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ ১৩ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ পর্যন্ত মোট প্রার্থী ২০ জন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গতকাল ডাকসু মনোনয়নপত্র গ্ৰহণ করেছে সাতজনের। যার মধ্যে ভিপি পদে ছিল দুই জন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে তিনজন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। সেইসঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ‘ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে এবং এক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।’

সারাবাংলা/কেকে/এমপি

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রার্থী মনোনয়ন জমা