Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে সামনে রেখে সৎভাবে কাজ করতে হবে: নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২০:৫১

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল।

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের পাশে থেকে সৎভাবে তাদের সংকট সমাধানে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনের জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। আমাদের কারও আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা কষ্ট পেলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহিদ জিয়া অসম্মানিত হওয়া।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দলীয় নেতাকর্মীদের সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী হতে হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা শুধু শহিদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হব না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রমী হব না—এটা হতে পারে না।’

আলোচনায় বিএনপির এই নেতা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকের প্রতি দলীয় দায়বদ্ধতা পালনের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এমপি

জাতীয় নির্বাচন নজরুল ইসলাম খান বিএনপি সংকট